সীমিত দরপত্র পদ্ধতিতে (LTM) ঠিকাদার তালিকাভুক্তি/লাইসেন্স নবায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি (3য় পর্যায়)
সূত্রঃ- প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর,তেজগাঁও,ঢাকার স্মারক নং-35.01.0000.001.07.003.25.158 তারিখ-23/01/2025 খ্রিঃ।
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচেছ যে, ঢাকা সড়ক বিভাগ, বনানী, ঢাকা কর্তৃক পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-2008 এর আলোকে সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিচালন (রাজস্ব) বাজেটের আওতায় সীমিত দরপত্র পদ্ধতি (LTM) প্রয়োগের মাধ্যমে ক্রয়কার্য সম্পাদনের লক্ষ্যে 202৪-202৫ অর্থবছরের জন্য ঠিকাদার তালিকাভুক্তি/নবায়ন করা হবে। সিপিটিইউ কর্তৃক নির্ধারিত আবেদন ফরম নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক বিভাগ, ঢাকা কার্যালয় অথবা উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ, সড়ক উপ-বিভাগ- ১/২/কল্যাণপুর/১ম সারি কারখানা উপ-বিভাগ, ঢাকা হতে আগামী 25/03/2025 খ্রিঃ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে। আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠান 1000.00 (এক হাজার) টাকা অফেরতযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট নির্বাহী প্রকৌশলী, সওজ, ঢাকা সড়ক বিভাগ, বনানী, ঢাকার অনুকূলে জমা প্রদান করে অথবা মানি রিসিটের মাধ্যমে 1000.00 (এক হাজার) টাকা পরিশোধ করত: নির্ধারিত আবেদনপত্র (ডকুমেন্ট) সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত আবেদনপত্র (ডকুমেন্ট) সঠিকভাবে পূরণ পূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী 25 মার্চ 2025খ্রিঃ বিকাল ৫.00 ঘটিকার মধ্যে অত্র দপ্তরে জমা প্রদান করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস