Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Limited Tender Method (LTM) Contractor Enrollment/License Renewal Notice (Phase 3)
Details

সীমিত দরপত্র পদ্ধতিতে (LTM) ঠিকাদার তালিকাভুক্তি/লাইসেন্স নবায়ন সংক্রান্ত বিজ্ঞপ্তি (3য় পর্যায়)

সূত্রঃ- প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর,তেজগাঁও,ঢাকার স্মারক নং-35.01.0000.001.07.003.25.158 তারিখ-23/01/2025 খ্রিঃ।

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচেছ যে, ঢাকা সড়ক বিভাগ, বনানী, ঢাকা কর্তৃক পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-2008 এর আলোকে সড়ক ও জনপথ অধিদপ্তরের পরিচালন (রাজস্ব) বাজেটের আওতায় সীমিত দরপত্র পদ্ধতি (LTM) প্রয়োগের মাধ্যমে ক্রয়কার্য সম্পাদনের লক্ষ্যে 202৪-202৫ অর্থবছরের জন্য ঠিকাদার তালিকাভুক্তি/নবায়ন করা হবে। সিপিটিইউ কর্তৃক নির্ধারিত আবেদন ফরম নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক বিভাগ, ঢাকা কার্যালয় অথবা উপ-বিভাগীয় প্রকৌশলী, সওজ, সড়ক উপ-বিভাগ- ১/২/কল্যাণপুর/১ম সারি কারখানা উপ-বিভাগ, ঢাকা হতে আগামী 25/03/2025 খ্রিঃ পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সংগ্রহ করা যাবে। আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠান 1000.00 (এক হাজার) টাকা অফেরতযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট নির্বাহী প্রকৌশলী, সওজ, ঢাকা সড়ক বিভাগ, বনানী, ঢাকার অনুকূলে জমা প্রদান করে অথবা মানি রিসিটের মাধ্যমে 1000.00 (এক হাজার) টাকা পরিশোধ করত: নির্ধারিত আবেদনপত্র (ডকুমেন্ট) সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত আবেদনপত্র (ডকুমেন্ট) সঠিকভাবে পূরণ পূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী 25 মার্চ 2025খ্রিঃ বিকাল ৫.00 ঘটিকার মধ্যে অত্র দপ্তরে জমা প্রদান করতে হবে।

Publish Date
06/02/2025
Archieve Date
28/03/2025